লালমনিরহাটে বিপুল পরিমান মাদক সহ আটক ৬


মিজানুর রহমান:
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় মাদক বিরোধী অভিযান চলাকালে,পুলিশ ১৭০বোতল ফেন্সিডিল,০৯কেজি গাঁজা সহ ৬জন কে আটক করেছে।আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৭এপ্রিল) ভোরে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বলাইরহাট এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মাইদুল ইসলামের বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে,এসময় মাইদুলের বাড়ীতে মাদক ক্রয় বিক্রয় অবস্থায় ধাওয়া করে ১৭০বোতল ফেন্সিডিল, ০৯কেজি গাঁজা সহ ০৬জন কে আটক করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে এসময় অন্য দুজন আসামী পালিয়ে যায় ।
আটক আসামীরা হলেন কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের সেবক দাস এলাকার সহির ইসলামের ছেলে ১৷মাইদুল ইসলাম(২৪), হামিদুলের ছেলে ২৷ রবিউল ইসলাম(২২),জেতেন্দ্রনাথের ছেলে ৩৷সনজিত রায়, জয়নাল আবেদীনের ছেলে ৪৷ হাসান আলী (২৯), মৃতঃ সেকেন্দার আলীর পুত্র ৫৷আব্দুস সামাদ(২১), ও ৬৷মোঃ শফিকুল ইসলাম (৪০)।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম রসুল জানান,কালীগঞ্জ থানার কুখ্যাত মাদক ব্যাবসায়ী মাইদুলের বাড়ীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক সহ ৬জন কে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ,আটক মাদকদ্রব্য জব্দ করে গ্রেফতারকৃত ৬ জন সহ মোট আটজনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।পলাতক অপর ২ আসামীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।