রায়পুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফিটনেস ক্লাব উদ্ভোধন

রাকিবুল ইসলামরাকিবুল ইসলাম
  প্রকাশিত হয়েছেঃ  11:45 PM, 07 April 2025

সোমবার সকালে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার প্রধান অতিথি হিসেবে এই উদ্ভোধন করেন, এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান খান, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, বিভিন্ন রাজনৈতিক, শিক্ষক, ব্যবসায়ী এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রাজীব কুমার সরকার বলেন, রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে একই ভবনে ফিটনেস ক্লাব করা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। উপজেলা ভিত্তিক একই ভবনে আধুনিক পাবলিক লাইব্রেরি ও ফিটনেস ক্লাব বাংলাদেশে নজিরবিহীন। আমাদের ছেলেমেয়েরা যেনো ইতিবাচক মনোভাব থেকে মুক্ত থাকে তার জন্য লাইব্রেরী ও ফিটনেস ক্লাব খুবই প্রয়োজন। এখন থেকে স্থানীয় জনগণ বাই পড়ে জ্ঞান অর্জন করতে পারবে।

পরে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, কেরোয়া ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ ভবন ও বিভিন্ন স্কুল পরিদর্শন করেন।

আপনার মতামত লিখুন :