ভারত ও ফিলিস্তিনে মুসলিমদের উপর বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে রায়পুরে মানববন্ধন


ভারত ও ফিলিস্তিনে মুসলিমদের উপর বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে লক্ষীপুরের রায়পুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) শহরের শহিদ ওসমান চত্বরের সামনে সড়কে রায়পুর যুবসমাজের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ছিল প্রতিবাদী ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ করতে হবে এবং ভারতের বিভিন্ন রাজ্যে মসজিদ ও কোরআন শরিফে এবং মুসলমানদের বাড়ি-ঘরে আগুন লাগিয়ে বর্বরোচিত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে।