নারী নির্যাতনের প্রতিবাদে রায়পুরে মশাল মিছিল


লক্ষ্মীপুরের রায়পুরে সারাদেশে বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে স্কুল শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র জনতা।
আজ রবিবার (৯ মার্চ) মাগরিবের পর পৌর শহরের শহিদ ওসমান চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে লক্ষ্মীপুর- চাঁদপুর আঞ্চলিক সড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ড এসে শেষ হয়। পরে বিক্ষোভকারীরা এখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এ সময় বিক্ষোভ সমাবেশে নতুন বাংলাদেশে কেউ যেন আর ধর্ষণের শিকার না হন, সেই দাবি জানানো হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বিক্ষোভকারীরা প্রশাসনের কাছে নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ ও নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবি করেন।