রায়পুরে উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

লক্ষ্মীপুরের রায়পুরে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খানের সভাপতিত্বে পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন, বাজার নিয়ন্ত্রণ, এবং মাদক দমন নিয়ে আলোচনা হয়। এছাড়া রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বিশেষ কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের সদস্যরা বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন। স্থানীয় জনগণের কল্যাণে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানানো হয়।