ধর্ষণচেষ্টার অভিযোগে যুবলীগ কর্মী আটক


লক্ষ্মীপুরে রায়পুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক যুবলীগ কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তকে পিটিয়ে পুলিশে সোর্পদ করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার রাতের এ ঘটনায় অভিযুক্ত আল আমিন মাঝি (৩৫) উপজেলার চরবংশী এলাকার রফিক মাঝির ছেলে ও ওই ইউনিয়ন যুবলীগের কর্মী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১ টার দিকে যুবলীগ কর্মী আল আমিন এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে আটক করে পিটিয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আল আমিনকে আটক করে।
ঘটনার তদন্ত করে আল আমিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা। তার বিরুদ্ধে গত ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগও রয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূইয়া বলেন, স্থানীয়রা যুবলীগ কর্মী আল আমিন মাঝিকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী। তবে কিশোরীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এটা ভুল বোঝাবুঝি, তারা কোন মামলা করতে রাজি হয়নি। গত ৪ আগস্টের লক্ষ্মীপুরের মারামারির তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় সদর থানার মামলায় তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।