বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাটের উদ্দোগে তরুনদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

নাগরিক কন্ঠনাগরিক কন্ঠ
  প্রকাশিত হয়েছেঃ  10:37 PM, 28 June 2022

মিজানুর রহমানঃ
মঙ্গলবার (২৮জুন) বিকাল ৩টায় বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট এর উদ্দোগে তরুনদের মাঝে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাটের সভাপতি, এস,আর, শরিফুল ইসলাম রতন। সাধারন সম্পাদক মিজানুর রহমান। সহ সাধারন সম্পাদক সাইদ বাদশা বাবু। কার্যকরী সদস্য আলম মিয়া প্রমুখ।
এসময় মোগলহাট ইউনিয়ন কর্নপুর যুব সংঘের সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে একটি ক্রিকেট সেট(ব্যাট,প্যাড,হেলমেট,গার্ড,হ্যান্ড গ্লোবস,ষ্টাম্প, বল, সহ আনুষঙ্গিক )তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :