লক্ষ্মীপুরের রায়পুরে প্রতিমা ভাঙচুর

রাকিবুল ইসলামরাকিবুল ইসলাম
  প্রকাশিত হয়েছেঃ  01:01 PM, 14 March 2025

লক্ষ্মীপুরের রায়পুরে সরস্বতী প্রতিমা ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯ টার সময় রায়পুর শ্রী শ্রী মহামায়া মন্দিরে এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় মুখে রুমাল বেঁধে এক যুবক মন্দিরে ডুকে প্রতিমা ভাঙচুর করে। মন্দিরের বাইরের একটি সিসিটিভি ক্যামেরায় ভাঙচুর চালানো যুবকোর ছবি ধরা পড়ে।

চাঞ্চল্যকর বিষয়টি নিয়ে মন্দিরে সেবায়েত হারাধন চক্রবর্তী বলেন, আমি একটি পুজার জন্য বাহিরে ছিলাম। বিগত সময়ে এমন ঘটনা দেখিনি। পুলিশ ঘটনাস্থলে এসেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। আমি সিসিটিভি ফুটেজ দেখে যুবকটিকে শনাক্ত করতে পারিনি।

মন্দির কমিটির সভাপতি রবীন্দ্র কর্মকার বলেন, সেবায়েত জানিয়েছেন সরস্বতী প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এক যুবকের মুখে রুমাল বাঁধা ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সুকান্ত মজুমদার নামে এক হিন্দু নেতা জানান, এ ঘটনায় কাউকে চিহ্নিত করা যায়নি। অপরাধী যেই হোক তার শাস্তি নিশ্চিতের দাবিও জানান তিনি।

রায়পুর- রামগঞ্জের সার্কেল এসপি জামিলুল হক বলেন, ঘটনার সিসিটিভির ফুটেজ পাওয়া গেছে। কে বা কারা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা বের করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভিতে শনাক্ত যুবককে দ্রুত আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এ ঘটনার পর রাতেই মন্দির পরিদর্শনে যান পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল করিম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাকিব, বিএনপি নেতা নাজমুল ইসলাম মিটু, জিলানী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

আপনার মতামত লিখুন :