লক্ষ্মীপুরের রায়পুরে ভোক্তা অধিকার ও কৃষি বিপণন আইনে ১ লাখ ১৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান

রাকিবুল ইসলামরাকিবুল ইসলাম
  প্রকাশিত হয়েছেঃ  06:20 PM, 06 April 2022

মোঙ্গল ও বুধবার (৫/৬ এপ্রিল-২২) সকালে রায়পুর শহরে এ অভিযান পরিচালনা করা হয়। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীলতা বজায় রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং কৃষি বিপণন আইনে ১৫ ব্যবসায়ীকে ১ লাখ ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা ও দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, অনজন দাশ কর্তৃক ২০,০০০ টাকা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রাসেল ইকবাল কর্তৃক ৪৫,০০০ টাকা, এবং কৃষি বিপণন আইন, ২০১৮ এর ধারা ১৯ (ক) এবং দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় পৃথক মামলায় ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ ও সহকারী কমিশনার রাসেল ইকবাল বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীলতা বজায় রাখতে সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মোঃ আনোয়ার হোছাইন আকন্দ স্যারের নির্দেশনায় আমরা এই অভিযান পরিচালনা করি। তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট আইনগুলোর উপর নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :