লক্ষ্মীপুরে যৌন হেনস্তার অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন।


আজ বৃহস্পতিবার সকালে রায়পুর উপজেলা পরিষদ সম্মুখে অনুষ্ঠিত হয়েছে দক্ষিন রায়পুর আবদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিমের পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন।
উপজেলার দক্ষিন রায়পুর আবদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে এই মানববন্ধনের আয়োজন ও স্মারকলিপি প্রদান করে ঐ প্রতিষ্ঠানের সাবেক,বর্তমান শিক্ষার্থী ও ভুক্তভোগী ছাত্রীরা।
অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক বিচার ও পদত্যাগের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্মআহবায়ক হোসাইন আহাম্মেদ।
তিনি বলেন, সন্ধ্যাকালীন সময়ে ছাত্রীদের প্রতিষ্ঠানে ডাকার এবং অশালীন কথাবার্তার বিষয়টি দুঃখ জনক। আমরা তার দৃষ্টান্তমূলক বিচার ও অনতিবিলম্বে পদত্যাগের দাবি জানাই।
শিক্ষার্থীদের সুত্রে জানা যায় , অভিযুক্ত প্রধান শিক্ষক স্ত্রীর চিকিৎসার অযুহাত দেখিয়ে ঢাকায় অবস্থান করছেন। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য অভিযুক্ত প্রধান শিক্ষকের সাথে মুঠোফোন যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রফিকুল হায়দার বাবুল পাঠান বলেন, যেহেতু ছাত্রীরা লিখিত অভিযোগ দিয়েছে সেহেতু ঘটনার সত্যতা যাচাই করে দোষী ব্যক্তির বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা হবে।