গোপালগঞ্জে ২জন শারীরিক প্রতিবন্ধী শিশুকে USD Foundation এর হুইল চেয়ার প্রদান।


গতকাল ১ফেব্রুয়ারি গোপালগঞ্জ দূর্গাপুর ইউনিয়নের ২ জন দুস্থ প্রতিবন্ধী শিশুকে মিঠু এম এন সাবাহ এন্ড টিম এর সৌজন্যে দুইটি হুইল চেয়ার বিতরণ করেন ইউএসডি ফাউন্ডেশন গোপালগঞ্জ জেলা শাখা।
একটি শোষণ, বৈষম্য ও সহিংসতা মুক্ত সমাজ গঠনের মাধ্যমে দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালনের লক্ষ্যে ২০১৭ সাল থেকে USD Foundation কাজ করে যাচ্ছে। বর্তমানে ইউএসডির জ্ঞানের পাঠশালা’র ২টি স্কুলে ১০২ জন সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা গ্রহণ করছে ও স্বাবলম্বী প্রজেক্টের মাধ্যমে ৪০ টি পরিবারকে স্থায়ী আয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ , ক্ষুধার্ত দের মাঝে রান্নাকরা খাবার বিতরণ, জরুরী খাদ্য সামগ্রী বিতরণ সহ সেবামূলক কাজ করে করে যাচ্ছে ইউএসডি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।