আজ বৃহস্পতিবার সকালে রায়পুর উপজেলা পরিষদ সম্মুখে অনুষ্ঠিত হয়েছে দক্ষিন রায়পুর আবদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিমের পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন।
উপজেলার দক্ষিন রায়পুর আবদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে এই মানববন্ধনের আয়োজন ও স্মারকলিপি প্রদান করে ঐ প্রতিষ্ঠানের সাবেক,বর্তমান শিক্ষার্থী ও ভুক্তভোগী ছাত্রীরা।
অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক বিচার ও পদত্যাগের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্মআহবায়ক হোসাইন আহাম্মেদ।
তিনি বলেন, সন্ধ্যাকালীন সময়ে ছাত্রীদের প্রতিষ্ঠানে ডাকার এবং অশালীন কথাবার্তার বিষয়টি দুঃখ জনক। আমরা তার দৃষ্টান্তমূলক বিচার ও অনতিবিলম্বে পদত্যাগের দাবি জানাই।
শিক্ষার্থীদের সুত্রে জানা যায় , অভিযুক্ত প্রধান শিক্ষক স্ত্রীর চিকিৎসার অযুহাত দেখিয়ে ঢাকায় অবস্থান করছেন। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য অভিযুক্ত প্রধান শিক্ষকের সাথে মুঠোফোন যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রফিকুল হায়দার বাবুল পাঠান বলেন, যেহেতু ছাত্রীরা লিখিত অভিযোগ দিয়েছে সেহেতু ঘটনার সত্যতা যাচাই করে দোষী ব্যক্তির বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ জিল্লুর রহমান
ইমেইল: nagorikkantho2021@gmail.com
অফিস: ১৩১ মৌচাক-মালিবাগ, শাহজাহানপুর ঢাকা-১২১৭
Copyright © 2025 Nagorik Kantho. All rights reserved.