লক্ষ্মীপুরের রায়পুরে আশ্রয়ণে হত্যার স্বীকার গৃহবধূর স্বামী চট্টগ্রাম থেকে গ্রেপ্তার


আশ্রয়ণে হত্যার স্বীকার গৃহবধূ আসমা বেগমের স্বামী খোকন গাজীকে সোমবার (২২ আগস্ট) রাতে চট্টগ্রাম রেলস্টেশন থেকে গ্রেপ্তার করেছে রায়পুর থানা পুলিশ।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া সোমবার নাগরিক কন্ঠ’কে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশের তথ্যমতে, মোবাইল ট্রাকিং করে চট্টগ্রাম রেলস্টেশনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এর আগে গত (২০ আগস্ট) উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৪ নাং ওয়ার্ড চরকাছিয়া সাকিনে হাজীমারা আশ্রয়ন প্রকল্পের একটি কক্ষ থেকে অর্ধগলিত আসমা বেগম (৩০) নামে এক মহিলার লাশ উদ্ধার করে পুলিশ। গত ১৭ আগস্ট আসমা বেগম ও তার স্বামী খোকন গাজীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে ঝগড়া বিবাদ হয়। ঝগড়া বিবাদের পর আসমা বেগমের স্বামী আসমা বেগমকে ঘরের ভিতরে রেখে বাহির থেকে তালা দিয়া বের হয়ে যায়।