লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন রোধে সচেতনতা মূলক সভা

রাকিবুল ইসলামরাকিবুল ইসলাম
  প্রকাশিত হয়েছেঃ  11:37 PM, 22 August 2022

 

ভাঙছে নদী,বিলীন জনপদ। প্রান্তিক মানুষগুলোর জানমাল রক্ষায় প্রয়োজন সচেতনতা সৃষ্টি ও নদী ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ।

এরই ধারাবাহিকতায় রায়পুর উপজেলার ৮ নং চরবংশী ইউপির মোল্লারহাটে অনুষ্ঠিত হয়েছে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন ও নদী ভাঙন রোধে জনসচেতনতামূলক আলোচনা সভা।

সোমবার (২২ আগষ্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশের সভাপতিত্বে
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া, মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ নয়ন বলেন, আমি অবৈধ কোনো ব্যবসায়ের সুপারিশ করবো না, এই অঞ্চলের নদী ভাঙন রোধে ড্রেজার মেশিন বন্ধ করতে হবে।ড্রেজারের মাধ্যমে কোন মাটি বা বালু উত্তোলন করা যাবেনা। রায়পুরে ৪৭ জন ব্যাক্তি ড্রেজারে মেশিনে বালু উত্তোলন করছে। আমি কোন ব্যাবসায়ী থেকে কোন কমিশন নিচ্ছিনা। এমপি হিসেবে আমি ১ লাখ ৭৩ হাজার টাকা ভাতা পাই। আমার কোন ভাব বা অহংকার নেই, সাধারন জীবন যাপন করি। আপনারা হালাল উপার্জন করে সৎভাবে জীবন চালান। প্রশাসনের অনুমতি ছাড়া কেউ মাটি কাটলে বা বালু উত্তোলন করলে আগামী শনিবার থেকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা করে সরকারী কোষাগারে জমা করা হবে। এই অঞ্চলের নদী ভাঙ্গন রোধে ড্রেজার বন্ধ করতে হবে। কম খরচ করে কম খেয়ে, অপচয় রোধ করুন, তথাপিও দূর্নীতি করবোনা। দূর্নীতি না করায় মাননীয় প্রধানমন্ত্রীকে জনগন বার বার প্রধানমন্ত্রী বানায়। আগামীতেও তিনি প্রধানমন্ত্রী হবেন। তিনি দক্ষ, সৎ ও দূর্নীতিমুক্ত প্রধানমন্ত্রী।

আপনার মতামত লিখুন :