ইউএনওর উদ্যোগে রায়পুরে বিভিন্ন বিদ্যালয় বৃক্ষরোপণ


লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাশের নিজ উদ্যোগে রায়পুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯-জুন) দিনব্যাপী উপজেলার বিভিন্ন বিদ্যালয় গিয়ে এই গাছ লাগান উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাশ।
রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাশ বলেন, গাছ আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিভিন্ন বিদ্যালয়ে এই গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি এবং আমাদের সবার বেশি বেশি বৃক্ষ রোপণ করার জন্য সচেষ্টা হওয়া উচিৎ।