রায়পুরে বিভিন্ন বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাশ। গত কয়েকদিনে উপজেলার প্রায় ৮ থেকে ১০ টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

এ সময় পূর্ব কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম দেখতে গিয়ে তিনি ঠিকাদার এবং সংশ্লিষ্ট নির্মাণ শ্রমিকদের তিনি দিক নির্দেশনা প্রদান করেন। এবং কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত শেষ করার নির্দেশনাও প্রদান করেন।

তিনি মান সম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং শিক্ষকদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া প্রতিটি শ্রেণি কক্ষে শিক্ষকদের পাঠদান পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

বিদ্যালয়গুলো পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- রায়পুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

আপনার মতামত লিখুন :