দীর্ঘ ১৯ বছর পর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনঃ সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক বাবুল পাঠান

রাকিবুল ইসলামরাকিবুল ইসলাম
  প্রকাশিত হয়েছেঃ  07:11 PM, 31 May 2022

লক্ষ্মীপুরের রায়পুরে দীর্ঘ ১৯ বছর পর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান এবং সাংগঠনিক সম্পাদক এডভোকেট মারুফ বিন জাকারিয়া নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্য নেতারা হলেন, সিনিয়র সহ-সভাপতি হাজী ইসমাইল হোসেন খোকন, সহ-সভাপতি শাহজাহান চেয়ারম্যান, কাজী গুলজার, হারুনুর রশিদ হারুন, দেলোয়ার হোসেন দেলু, তোফাজ্জাল হোসেন চেয়ারম্যান, সাইদুন বাকী।

যুগ্ন-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রুবেল বাট, শফিক খান, কামরুল হাসান রুবেল। তানভীর রিংকু, শফিউল আজম সুমন।

প্রচার সম্পাদক শরিফ হোসেন খোকন, শিক্ষা ও গবেষনা সম্পাদক রিফাত হোসেন জিকু।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তারা সমঝোতার ভিত্তিতে নির্বাচিত হন। এর আগে দিনব্যাপী রায়পুর মার্চেন্টস একাডেমির মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন’সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :