দীর্ঘ ১৮ বছর পর আগামী ৩১ মে রায়পুর উপজেলা আওয়ামী’লীগের সম্মেলন


দীর্ঘ ১৯ বছর পর লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আগামী ৩১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এ সম্মেলন ও কমিটি গঠনকে ঘিরে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ।
ইতোমধ্যে পদপ্রত্যাশী নেতারা সম্মেলন সফল করার আহবান জানিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ফেস্টুন, ব্যানার, তোরণ ও বিলবোর্ড লাগিয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৩ সালে রায়পুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। এ সম্মেলনে সাবেক উপজেলা চেয়ারম্যান তোজাম্মেল হোসেন (দুলাল) চৌধুরী সভাপতি এবং সাবেক পৌর মেয়র হাজি ইসমাইল খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় ও সভাপতি মারা যাওয়ায় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে অধ্যক্ষ মামুনুর রশীদ সম্পাদক ইসমাইল খোকন।
সম্মেলন ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিভিন্ন জনের নাম শোনা যাচ্ছে। তবে সভাপতি পদে আলোচনার টেবিলে এগিয়ে রয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদের নাম।
সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন- উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক হাজি ইসমাইল খোকন, জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল হায়দার বাবুল পাঠান, সাংগঠনিক সম্পাদক কাজি নাজমুল কাদের গুলজার, বর্তমান মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়া।
অপরদিকে সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে কারা আসছেন তা নিয়ে রায়পুর উপজেলার রাজনীতিক মহলে অনেক জল্পনা-কল্পনা চলছে। পদপ্রত্যাশী নেতারা বিভিন্ন মহলে তদবির করছেন বলে জানা যায়। তবে সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুনুর রশীদের নাম বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে।
উপজেলার একাধিক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী নাগরিক কন্ঠ’কে জানিয়েছে, দীর্ঘ সময় উপজেলা আওয়ামী লীগের সম্মেলন না হওয়ায় নেতাকর্মীরা অনেকটা ঝিমিয়ে পড়েছেন ও নতুন নেতৃত্ব তৈরির বিষয়ে বাধাগ্রস্ত হয়। তবে এ সম্মেলনের মাধ্যমে ত্যাগী নেতাদের কেন্দ্র মূল্যায়ন করবে বলে তারা মনে করেন।
এছাড়া রায়পুর উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমানে সবাই আওয়ামী লীগ করে; সব দলের লোকই এখন আওয়ামী লীগে ভিড় জমাচ্ছেন। এই অতিথি পাখি, হাইব্রিড, কালো টাকার মালিক আওয়ামী লীগে আসার একটা সুযোগ নিচ্ছে। এই রাহুগ্রাস থেকে দলকে বাঁচাতে হবে একটা সুসংগঠিত আওয়ামী লীগ দরকার। এটাই আমাদের কামনা। পরিক্ষিত নেতাকর্মীদের কমিটিতে স্থান দেওয়ার দাবি জানাই আমরা।
রায়পুর উপজেলা আওয়ামী লীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদ বলেন, বিএনপি, জামায়াত জোট সরকারের সময়ে আমাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এবং বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। আগামী ৩১ মে রায়পুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি প্রার্থী হিসেবে নেতা কর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আ.মীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল হানিফ এমপি।
বিশেষ অতিথি থাকবেন, আ.মীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ও আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা এ সম্মেলনে উপস্থিত থাকবেন বলে তিনি নিশ্চিত করেছেন নেতারা।