লক্ষ্মীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ,গ্রেফতার ১

রাকিবুল ইসলামরাকিবুল ইসলাম
  প্রকাশিত হয়েছেঃ  04:07 PM, 18 March 2022

রায়পুর উপজেলার শাহিনুর আক্তার (১৭) নামে এক কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনায় মো: রাজু(২২) নামের এক যুবককে আটক করেছে রায়পুর থানা পুলিশ।

গত (১৬মার্চ বুধবার) উপজেলাধীন ৩নং মোহনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডস্থ হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পরদিন ১৭ মার্চ ঐ কিশোরীকে দ্বিতীয়বার ধর্ষণ করে রাজু নামের অভিযুক্ত ঐ যুবক।

এ ঘটনায় কিশোরীর বড় ভাই রাকিব হোসেন (২৩) বাদী হয়ে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে অভিযুক্ত রাজু(২২)কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে কোর্ট হাজতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :