সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে রায়পুর উপজেলা প্রশাসন

রাকিবুল ইসলামরাকিবুল ইসলাম
  প্রকাশিত হয়েছেঃ  10:44 PM, 17 March 2022

আজ (১৭ মার্চ) উপজেলাধীন সরকারি মার্চেন্টস একাডেমি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে রায়পুর উপজেলা প্রশাসন।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, অনজন দাশ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন স্তরের জনসাধারণ।

 

অনুষ্ঠানে আগত একজন দর্শক বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করায় আমরা খুবই আনন্দিত।

সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বরেণ্য নৃত্য,অভিনয়, কন্ঠ শিল্পীরা অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :