লক্ষ্মীপুরের রায়পুরে জেলা প্রশাসকের উদ্যোগে ‘স্বপ্নযাত্রা’ অ্যাম্বুলেন্স সার্ভিস চালু

রাকিবুল ইসলামরাকিবুল ইসলাম
  প্রকাশিত হয়েছেঃ  03:33 PM, 23 June 2022

 

প্রধানমন্ত্রীর স্বপ্ন ‘আমার গ্রাম, আমার শহর’ বাস্তবায়নে গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে ‘স্বপ্নযাত্রা’ নামে অনলাইন অ্যাম্বুলেন্স সার্ভিস ও অ্যাপ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার ( ২২ জুন) বিকেলে রায়পুর উপজেলার ১০ নং ইউনিয়নের জনকল্যাণ বহুমুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

জেলা প্রশাসন, এর পরিকল্পনা ও নির্দেশনা উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্হানীয় সরকার বিভাগ ও জাইকা এর অর্থায়নে এ অ্যাম্বুলেন্সটি ক্রয় করা হয়।

রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নামমাত্র ভাড়া পরিশোধ করে অ্যাম্বুলেন্সটির সেবা পাওয়া যাবে। অ্যাম্বুলেন্সটি ব্যবহারের মাধ্যমে গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনের যে লক্ষ্য ছিল সেটিও পূরণ হবে।

তিনি আরো বলেন, অচিরেই জেলার সব গুলা ইউনিয়নে পর্যায়ক্রমে এ কার্যক্রম শুরু করা হবে। উবার ও পাঠাওয়ের ন্যায় কল করে সার্ভিস চার্জ দিয়ে এ সেবা পাবেন স্থানীয় জনগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডাক্তার আহমদ কবীর। রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া’সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান’সহ সাংবাদিকেরা ।

আপনার মতামত লিখুন :