লক্ষ্মীপুরের রায়পুরে গত দুই মাসে ধর্ষণ ও মাদক মামলার আসামি সহ গ্রেফতার ১৫৮

রাকিবুল ইসলামরাকিবুল ইসলাম
  প্রকাশিত হয়েছেঃ  11:11 PM, 05 June 2022

 

গত ( এপ্রিল-মার্চ-২০২২) মাসে ১৫৮ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এর মধ্যে বিভিন্ন ওয়ারেন্ট জিআর,সিআর, মোবাইল কোর্ট মামলায় সাজাসহ ৮৬ , জুয়া ও সন্দেহ মামলা ৬৬, ধর্ষণ ৬, এবং নয় ভিকটিম সহ ৩ টি মোবাইল ও দুইটি ছাগল উদ্ধার।

এসময় মাদক উদ্ধার করা হয়, ইয়াবা ২৫২ পিচ, বাংলা মদ ১০ লিটার ও ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এবং আমরা চাই রায়পুরবাসিকে একটি ভালো আইন শৃঙ্খলা উপহার দিতে। অপরাধ দমনে রায়পুর থানা সর্বদা সজাগ আছে বলেও উল্লেখ করেন তিনি।

আপনার মতামত লিখুন :