লক্ষ্মীপুরের রায়পুরে কৃষি প্রণোদনায় আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ


২০২১-২২ অর্থবছরে খরিপ-১/২০২২/২০২৩ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানের বীজ, ডিএপি সার, ও এমওপি সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা অফিসারের কার্যালয় ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে পরিষদ চত্বরে ওইসব বীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনজন দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ। রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভার্ট। মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদ বেগম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তহমিনা খাতুন।
উপজেলা কৃষি অফিসার তহমিনা খাতুন বলেন, আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ২৮শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে জনপ্রতি ৫ কেজি আউশ ধানের বীজ ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার রাসায়নিক সার দেওয়া হয়েছে।