লক্ষ্মীপুরের রায়পুরে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার হস্তান্তরের জন্য প্রস্তত ২১৫ টি ঘর


উপজেলায় মুজিববর্ষে ভূমি ও গৃহপ্রদান কার্যক্রমের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে হস্তান্তরের জন্য আরও ২১৫টি ঘর প্রস্তত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ বলেন, ১ম ও ২য় পর্যায়ে ১৬৫ গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। এবং ৩য় পর্যায়ে আরও ২১৫ পরিবারকে ঘর উপহার দেওয়া হবে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর উপকারভোগীদের মধ্যে সম্পাদিত দলিল, নামজারি খতিয়ান, গৃহপ্রদানের সার্টিফিকেট পৃথকভাবে প্রতিজন উপকারভোগীর মধ্যে হস্তান্তর করা হবে।
আগামীকাল (২৬ এপ্রিল) মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় পর্যায়ে ভূমি ও গৃহপ্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।
এর অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১০ টায় রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ। আয়োজিত অনুষ্ঠানে লক্ষ্মীপুর-২ সাংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা ও উপকারভোগীগণ অংশগ্রহণ করবেন।