লক্ষ্মীপুরের রায়পুরে আত্মহত্যা ও বজ্রপাতে নিহত ৩

রাকিবুল ইসলামরাকিবুল ইসলাম
  প্রকাশিত হয়েছেঃ  09:55 PM, 14 June 2022

 

মঙ্গলবার (১৪-জুন) উপজেলার বিভিন্ন স্থানে আত্মহত্যা করে দুইজন ও বজ্রপাতে একজন নিহত হয়েছেন।

আত্মহত্যা করে নিহতরা হলেন, ৩ নং চরমোহনা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণ রায়পুর গ্রামের দর্জি বাড়ির মোঃ বাবুল মিয়ার ছেলে সাহাব উদ্দিন (৩০) পারিবারিক সূত্রে জানা যায় সকাল ৬-৭ টার সময় তাহার নিজ বাড়ির উত্তর পাশে বিলের মধ্যে সুপারির বাগানের ভিতরে আম গাছের সাথে রাবারের দড়ি দ্বারা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যা করে নিহত আরেকজন হলেন, একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ রায়পুর গ্রামের পুরাতন দর্জি বাড়ির মোঃ শহীদুল্লাহ ও নাসরিন আক্তার এর মেয়ে ফাতেমাতুজ জোহরা স্মৃতি (১৭) পারিবারিক সূত্রে জানা যায় সকাল ১০-১১ টার মধ্যে নিজ চৌচালা টিনের বসত ঘরের ভিতরে ঘরের আড়ার সঙ্গে উড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

এদিকে একই দিনে ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চরকাছিয়া গ্রামের মিজি বাড়ি/ কলমদার বাড়ির হোসেন আলীর ছেলে আব্দুল আজিজ (২৫) সকাল ১১ টার সময় টুনুরচরে কাজ করতে যাওয়ার পথে বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায়।

এবিষয় রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :