রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রংমিস্ত্রির মৃত্যু


লক্ষ্মীপুর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ রানা (২২) নামের এক রংমিস্ত্রি মারা গেছেন। পৌর শহরের খেজুরতলা এলাকায় আজ সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রানা শহরের মধুপুর গ্রামের মোহাম্মদ বাহার মিয়া ছেলে। রানা পেশা একজন রংমিস্ত্রি ছিলেন।
স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে ওই এলাকার সৌদি প্রবাসী শাহেদ আলমের বাড়িতে রং করার কাজে আসেন রানা। বাড়ীতে ঢোকার পর দ্বিতীয় তলার বারান্দার লোহার দরজা খুলতে গিয়ে তিনি ঝোলানো বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা ওই রংমিস্ত্রিকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে পাঠান। ততক্ষণে রানা মারা যান।আইনগত ব্যবস্থা পক্রিয়াদিন।