রায়পুরে ভূমি সেবা নিশ্চিত করতে সারাদেশের সাথে শুরু হওয়া ভূমি সপ্তাহ শেষ হয়েছে। শুক্রবার (১৪জুন) শেষ হওয়া ভূমি সপ্তাহে রায়পুর উপজেলা, পৌরসভা ও ১০টি ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সব ভূমি অফিসে ভূমি সেবা ও তথ্য বুথ স্থাপন করা হয়েছে। দীর্ঘদিন ধরে জমে থাকা বা আটকে থাকা ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হয় নির্ধারিত ৭ দিনে। আগে ভূমি করের হিসাব বাংলা বৈশাখ-চৈত্র মাস হিসাব করে হলেও চলতি অর্থবছরের জুলাই-জুন মাস ধরে হিসাব করা হবে বলে জানা গেছে।
রায়পুরে ভূমি সেবা সপ্তাহে মূলত অনলাইনে ভূমি উন্নয়ন কর দিতে সহায়তা এবং ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করার বিষয়টি ব্যাপক প্রচার। ই-নামজারির আবেদন করার বিষয়ে অবহিতকরণ ও সহযোগিতা দেওয়া। নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক দেওয়া। অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি পাওয়ার আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ। অনলাইনে আবেদনকৃত মৌজাম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা। মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি ও আপিল দাখিল-নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ ও রেকর্ড হস্তান্তরসহ জনগণ সংশ্লিষ্ট বিষয়ে সেবা দেয়া হয়েছে।
এর আগে গত সোমবার (১০ জুন) ভূমি সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালী ও অনুষ্ঠান উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান। এসময় আরও উপস্থিত ছিলেন, সার্ভেয়ার আবদুল কাদের, অফিস সহকারী জয় চক্রবর্তী।
শেষে ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে বুধবার (১২ জুন) রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমির শিক্ষার্থীদের মাঝে ভূমিসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতা ও ছাত্রছাত্রীদের সাথে ভূমি বিষয়ক প্রশিক্ষণ মূলক ক্লাস এর আয়োজন করে উপজেলা ভূমি অফিস। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ভূমি সেবা নিতে আসা সাহিনুর বেগম (৫৫) নামে এক নারী বলেন, আমি আমার কিছু যায়গা কোন ঝামেলা ছাড়া খারিজ করিয়েছি। খুবই অল্প সময়ে সেবা পেয়েছি। ধন্যবাদ রায়পুর উপজেলা ভূমি অফিসেকে।
ভূমি সপ্তাহে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান। তিনি বলেন, সরকারের তরফ থেকে অর্পিত দায়িত্ব ভূমি সপ্তাহে উৎসবমূখর হয়েছে। আমরা নাগরিকদের হয়রানি মুক্ত ভাবে ভূমি সেবা প্রদানে সর্বোচ্চ চেষ্টা করেছি।