ইটভাটায় কৃষি জমির মাটি ব্যবহার, ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা


লক্ষ্মীপুরের রায়পুরে ইটভাটায় কৃষি জমির উর্বর মাটি ব্যবহারের অপরাধে দুই ইটভাটাকে ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ব্যক্তি মালিকানাধীন জমি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে কৃষি জমির উর্বর মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ এর ৭ (ক) (খ) ধারায় ১৫ দিনের এবং ১ জনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) রাতে রায়পুর উপজেলার ৩ নং চরমোহনা ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন রায়পুর উপজেলা সহকারী কমিশন (ভূমি) শাহেদ আরমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, মান্যবর ডিসি স্যারের তত্ত্বাবধানে ও রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান খান স্যারের নির্দেশনায় ৩নং চরমোহনা ইউনিয়নের গাজী ব্রিকস ও এসোসিয়েট ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর ৫(১) ধারা লংঘনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ২ লাখ ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এবং তিন ব্যাক্তিকে মোট ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আগামীতেও জনস্বার্থে রায়পুর উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এ-সময় সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।