চরপাতা ফোরামের সভাপতি জহির, সাধারণ সম্পাদক ফয়সাল


রায়পুরের অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন চরপাতা ফোরামের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফোরাম সদস্যদের ভোটে জহির রহমান সভাপতি এবং ফয়সাল খান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রবিবার দিন ব্যাপী অনলাইনে অনুষ্ঠিত ব্যতিক্রমী এ নির্বাচনে নির্দিষ্ট কোন প্রার্থী ছিলো না। সদস্যগণের মধ্য হতে পারস্পরিক গোপন ভোটের মাধ্যমে এক বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ফোরামের অন্যতম সদস্য মির্জা বিল্লাল।
ফোরাম সভাপতি ও সাধারণ সম্পাদক সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সামাজিক কাজে সহযোগিতার আহবান জানান।