রায়পুরে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সম্মেলন অনুষ্ঠিত

রাকিবুল ইসলামরাকিবুল ইসলাম
  প্রকাশিত হয়েছেঃ  07:06 PM, 31 January 2025

 

ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামী-ই কার্যকর পন্থা”—এই স্লোগানকে ধারণ করে  রায়পুরে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) রায়পুর পৌর শহরের শহিদ ওসমান চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামি আন্দোলন বাংলাদেশ এর উপজেলা শাখার এই আয়োজিত সম্মেলনে হাজার হাজার নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এম শোয়াইব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ ইউনুস খাঁন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পশ্চিম সভাপতি মোহাম্মদ মাইন উদ্দিন। এছাড়া, সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রায়পুর শহর শাখার সভাপতি মোহাম্মদ কাওসার হাবিব।

এসময় বক্তারা তাদের বক্তব্যে ইসলামী শিক্ষার গুরুত্ব, ছাত্রসমাজের ভূমিকা এবং একটি ন্যায়ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা আরও বলেন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে ইসলামী আন্দোলনের বিকল্প নেই এবং ইসলামী শিক্ষার আলোকে দেশ পরিচালিত হলে সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে।

দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে ছাত্রদের নৈতিকতা, নেতৃত্ব ও দায়িত্ববোধ নিয়ে আলোচনা করা হয়।

আপনার মতামত লিখুন :