আজ পর্যন্ত গুম থেকে ফিরে এসে কেউ কি কখনও মুখ খুলেছেন? ড. তুহিন মালিক


গুম ফেরতের গল্পের স্ক্রিপ্ট জনগণ কখনই গুরুত্ব দেয়নি। বরং জীবন ফিরে পাওয়াকেই সৌভাগ্য মনে করেছে। তবে এবার স্যোসাল মিডিয়া দূর্দান্ত বুদ্ধিভিত্তিক এক লড়াই করেছে। গুমতন্ত্রকে বাধ্য করেছে আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে ফেরত দিতে। এটাই সবচাইতে বড় স্বস্তি। সময়ের বড় বিজয়।
গল্পের স্ক্রিপ্ট যেভাবেই তৈরি করা হোক না কেন। দর্শক শ্রোতারাই মূল্যায়ন করবে, তারা স্ক্রিপ্ট বিশ্বাস করবে কি না। সব ক্রসফায়ারের গল্পের স্ক্রিপ্ট যেমন একই। গুম ফেরতের স্ক্রিপ্টও একই। গল্পকাররা দেশের মানুষকে কি মনে করে?