বন্ধী অবস্থায় হেফাজত নেতার মৃত্যুতে যা বললেন ড.তুহিন মালিক

অনলাইন ডেস্ক।অনলাইন ডেস্ক।
  প্রকাশিত হয়েছেঃ  05:20 PM, 21 May 2021

আজ(২১/৫/১১) শুক্রবার ড.তুহিন মালিক তার ভেরিফাই ফেসবুক ফেজ থেকে বলেন,

সোহরাওয়ার্দী উদ্যানের গাছ নিধনে যাদের মানবতাবোধ জেগে উঠে। অথচ হেফাজত নেতা মাওলানা ইকবাল হুসেইনের সরকারী হেফাজতে মৃত্যুতে তাদের সেই মানবতাবোধ যখন বিন্দু পরিমান জাগতে পারে না। তখন নিশ্চিত জানবেন। এদের চোখে গাছের চাইতে একজন আলেমের জীবনের মূল্যটা কতটা নগন্য, কতটা গুরুত্বহীন।

আপনার মতামত লিখুন :