লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবন্ধীকে নগদ অর্থ প্রধান


রায়পুর উপজেলার ৬নং ইউপির ২নং ওয়ার্ডে রিফাত হোসেন নামের এক প্রতিবন্ধীকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোছাইন আকন্দের নির্দেশনায় রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ প্রতিবন্ধি কিশোর রিফাত হোসেনের বাড়িতে পরিদর্শনে যান।
এসময় রায়পুর উপজেলা নির্বাহী অফিসার লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সরকারি তহবিল থেকে ২৫ হাজার টাকা দিয়ে প্রতিবন্ধী রিফাত হোসেন ও তার পরিবারের পুনর্বাসনের জন্য একটা দোকান ভাড়া করে মালামাল তোলার ব্যবস্থা করেন এবং আরও ১০ হাজার টাকার আর্থিক সাহায্য প্রদান করেন।
এছাড়াও রায়পুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ১০ কেজি চাল, ডাল, তেলসহ খাদ্য সহায়তা ও দুই বান্ডিল টিন দিয়ে তাদের ঘর মেরামতের ব্যবস্থা করেন।
এসময় উপস্থিত ছিলেন কেরোয়া ইউপির চেয়ারম্যান শাহীনুর বেগম রেখা, ২নং ওয়ার্ডের সদস্য জনাব শিপন মোল্লা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিবন্ধী রিফাত হোসেনের মা কোহিনুর বেগম বলেন, আমি জীর্ণশীর্ণ ভাঙা ঘরে তিন সন্তান নিয়ে খুব কষ্টে মানবেতর জীবনযাপন করছি। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে প্রতিবন্ধী ছেলেকে রাস্তায় নামিয়েছি ভিক্ষা করতে। এ সংবাদ পেয়ে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ প্রশাসনের মাধ্যমে আমাকে সহযোগিতা করেন, আমি প্রশাসনে কাছে কৃতজ্ঞ।
উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ বলেন, এমন একটা মানবিক কাজের অংশীদার হওয়ার সদয় নির্দেশনা ও সুযোগ দেয়ার জন্য মান্যবর লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ স্যারকে ধন্যবাদ, শ্রদ্ধা ও অশেষ কৃতজ্ঞতা।