লক্ষ্মীপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেপ্তার।


রায়পুর পৌর শহরের ৬ নং ওয়ার্ডের শিবপুর গ্রামের আইশা আক্তার সাথী(৬) শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তির নাম আবদুল কাদের (৬০)।
গতকাল সোমবার সন্ধ্যায় অভিযুক্তকে আটক করে রায়পুর থানা পুলিশ। নির্যাতনের শিকার শিশুর মা মুন্নী বেগম বাদী হয়ে গতকাল বিকেলে থানায় মামলা করলে পুলিশ সাথে সাথে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে।
থানা সূত্রে জানাযায়, ২১ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে বাড়ির পাশে শিশুটি খেলছিল। আবদুল কাদের শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে হত্যা করা হবে বলে শিশুটিকে হুমকি দেওয়া হয়।
শিশুটি বাসায় আসলে তার মা তাকে রক্তাক্ত অবস্থায় দেখে তাকে জিজ্ঞেসা করলে সে তার মাকে সব ঘটনা বলে। এরপর গতকাল বিকেলে শিশুটির মা থানায় মামলা করলে পুলিশ অভিযান পরিচালনা করে আসামি গ্রেফতার করেন।
এ বিষয় রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শিপন বড়ুয়া বলেন, আমাদের কাছে শিশুটির মা যখন মামলা করেন। সাথে সাথেই আমরা আসামীকে গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করি। এবং তাকে গ্রেফতার করতে সক্ষম হই।