লক্ষ্মীপুরে গত ছয় মাসে ১’শ এর ও অধিক নরমাল ডেলিভারী করায় ডাঃ অন্তরা কর্মকার’কে সংবর্ধনা

রাকিবুল ইসলামরাকিবুল ইসলাম
  প্রকাশিত হয়েছেঃ  01:01 AM, 29 August 2021

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে রায়পুর মা ও শিশু হাসপাতালে প্রসুতি রোগীদের সেবা নিশ্চিতের মাধ্যমে সফলতার সহিত গত ৬ মাসে ১’শ এর ও অধিক নরমাল ডেলিভারী করায় হাসপাতালের নিয়মিত প্রসূতিবিদ্যা ও স্ত্রী রোগের চিকিৎসক ডাঃ অন্তরা কর্মকার এম.বি.বি.এস ( সিইউ) ডিএম.ইউ কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনার আয়োজন করেছেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি।

শনিবার (২৮ আগস্ট ২০২১ ) সন্ধ্যায় ৭ টায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় সাহা অভি’র তত্ত্বাবধানে হাসপাতালের মিলনায়তনে ব্যতিক্রমী অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন হাসপাতালের স্বাস্থ্য বিভাগ। অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম।

এসময় রায়পুর মা ও শিশু হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাস থেকে আগস্ট মাস পর্যন্ত গত ছয় মাসে ১০০ টির ও অধিক নরমাল ডেলিভারি সফলতার সাথে সম্পন্ন করেছেন তিনি। এ ধারা অব্যাহত রাখতে ডাঃ অন্তরা কর্মকার সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

হাসপাতালে সেবার মান নিয়ে জানতে চাইলে একজন রুগী বলেন, ‘এলাকার লোকজনের নানা কথায় অনেক ভয় পেয়েছিলাম। নিয়মিত চেকআপ করার সময় বেসরকারী একটি হাসপাতালে সিজার করার পরামর্শ দিয়েছিল। কিন্তু আমারা জানতে পারি রায়পুর মা ও শিশু হাসপাতালে উন্নত সেবায় নরমাল ডেলিভারি করা হয়। এতে অনেকটা সাহস নিয়ে হাসপাতালে ভর্তি হই। এখানে ডাক্তার ও নার্সরা অনেক আন্তরিক। এখানে নরমাল ডেলিভারির মাধ্যমে একটি সন্তান ভুমিষ্ঠ হয়েছে। আমি এবং আমার শিশু সন্তান সুস্থ আছি।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় সাহা অভি বলেন, ‘এভাবে নরমাল ডেলিভারি হলে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে। স্বাস্থ্য সেবা নিশ্চিত ও নিরাপদ হবে। দরিদ্রসহ সাধারন মানুষ অনেক খরচ থেকেও বাচঁবেন। এ হাসপাতালে ডেলিভারী নিরাপদ করতে আমিসহ কয়েকজন দক্ষ মিডওয়েফ কাজ করছেন। ‘এছাড়াও গর্ভবতী মহিলাদের নিয়মিত চেক-আপ, ডিএন্ডসি, এম.আরসহ নানা পরীক্ষা গর্ভবতী মহিলাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :