লক্ষ্মীপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাকিবুল ইসলামরাকিবুল ইসলাম
  প্রকাশিত হয়েছেঃ  05:25 PM, 08 September 2021

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টায় রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিন চৌধুরী’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিতি ছিলেন রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট, সহকারী কমিশনার ভূমি আখতার জাহান সাথী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এর আগে অনুষ্ঠানে রায়পুর উপজেলার শিক্ষার মানোন্নয়ন ও আসন্ন ১২ তারিখ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে উপস্থিত সকল শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময়সহ সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

পরে একটি র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আপনার মতামত লিখুন :