লক্ষ্মীপুরের রায়পুরে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষক গ্রেপ্তার

রাকিবুল ইসলামরাকিবুল ইসলাম
  প্রকাশিত হয়েছেঃ  05:11 PM, 14 August 2022

 

রবিবার (১৪ আগস্ট) রায়পুর পৌরশহরে অবস্থিত আইডিয়াল স্কুল থেকে তাকে আটক করে রায়পুর থানা পুলিশ। ওই ছাত্রীর মার লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ।

অভিযোগ সূত্রে জানাযায়, ১১ আগস্ট বৃহস্পতিবার ৩য় শ্রেণির শিক্ষার্থী সাদিয়া কায়েস তাইফ (৯) স্কুলের টিফিনের বিরতি চলাকালে প্রধান শিক্ষক নিজাম উদ্দিন (৪৮) তার অফিস কক্ষে ডেকে নিয়ে আসে, পরে তাকে অফিসে বসে টিফিন খেতে বলে যৌন হয়রানি করেন তিনি। বাসায় গিয়ে ওই ছাত্রী তার মা’কে জানালে আজ (১৪ আগস্ট) ছাত্রীর মা শারমিন আক্তার মুক্তা (২৪) থানায় বাদি হয়ে অভিযোগ দায়ের করেন।

থানায় অধ্যক্ষ নিজাম উদ্দিন বলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। এ ধরনের কোনো ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।

ওই স্কুলের কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক ও শিক্ষার্থী বলেন, প্রধান শিক্ষক নিজাম উদ্দিন স্যার এমন লোক না, আমাদের মনে হয় তার বিরুদ্ধে কোন একটা মহল ষড়যন্ত্র করে এই অভিযোগ দিচ্ছে, আগেও কয়েকবার এই স্কুল বিভিন্ন ভাবে বন্ধ করার চেষ্টা করছে একটি মহল, আমরা সঠিক তদন্তের মাধ্যমে এর বিচার চাচ্ছি।

এবিষয় রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, আমরা শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে ওই শিক্ষককে আটক করি। আটকের পর তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :