লক্ষ্মীপুরের রায়পুরে ভর্তুকি মূল্যে দুই দিনে পণ্য পেয়েছে ২৪৮১ পরিবার

রাকিবুল ইসলামরাকিবুল ইসলাম
  প্রকাশিত হয়েছেঃ  08:54 PM, 21 March 2022

পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার নিন্ম আয়ের ২৪৮১ পরিবারকে কার্ডের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী দেওয়া হয়েছে।গত ২০ এবং ২১ তারিখ সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভর্তুকি মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ বলেন, মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় রায়পুর উপজেলায় আমরা সুন্দর ভাবে ৩ জন ডিলারের মাধ্যমে ২৪৮১ পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যসামগ্রী বিতরণ করেছি।

তিনি জানান, ২০ মার্চ থেকে এ কার্যক্রম চালু হয়েছে। প্রাথমিকভাবে উপজেলায় ৩ জন ডিলারের মাধ্যমে ২১ মার্চ পর্যন্ত ২৪৮১ পরিবারকে টিসিবির পণ্য দেওয়া হয়েছে। প্রথম ও দ্বিতীয় দিন রায়পুর পৌরসভা ও উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে।পর্যায়ক্রমে বাকিদেরকেও দেয়া হবে।

তিনি আরো জানান, টিসিবির পণ্য চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা, সয়াবিন তেল লিটার প্রতি ১১০ টাকা ও ছোলা কেজি প্রতি ৫০ টাকা করে বিক্রি করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্ডধারীরা না আসলে উপস্থিত জনগণের কাছে তা বিক্রি করা হবে বলেও জানান উপজেলা নির্বাহী এই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন :