লক্ষ্মীপুরের রায়পুরে বলৎকারের অভিযোগে আটক ১

রাকিবুল ইসলামরাকিবুল ইসলাম
  প্রকাশিত হয়েছেঃ  05:03 PM, 13 March 2022

রেদোয়ান হোসেন মৃদুল(১২) নামে এক কিশোরকে বলাৎকারের ঘটনায় রায়পুর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছে ভুক্তভোগী কিশোরের মা আফসানা আক্তার মিতু।

মামলার এজাহার সুত্রে জানা যায়, বলাৎকারের শিকার হওয়া ঐ কিশোর রাজধানীর কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। ভিকটিম কিশোর তার মামার সাথে স্থানীয় জনতা বাজার এলাকায় সদাই করতে যায়। সদাই শেষে ভিকটিমের মামা বাহার হোসেন তাকে বাড়ি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে মিজান(৪০) নামক ঐ বখাটের মিশুকের পেছনের সীটে তুলে দেন।কিছুদূর আসার পর বখাটে মিজান শিশুটিকে মিশুক চালানো শেখানোর লোভ দেখিয়ে সামনের সীটে নিয়ে আসে ও নিজের কোলে বসিয়ে ধর্ষণের বলাৎকারের চেষ্টা চালায়।

বলাৎকারে ব্যর্থ হয়ে অভিযুক্ত ঐ অটোচালক শিশুটির পায়ুপথে হাত দিয়ে ব্যথা দেয়। পরে শিশুটি বাসায় গিয়ে কান্না বিজড়িত কন্ঠে তার মাকে সব খুলে বলে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শিপন বড়ুয়া বলেন, এ সংক্রান্ত বিষয় থানায় মামলা রুজু হয়েছে এবং আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :