লক্ষ্মীপুরের রায়পুরে মাটির নিচ থেকে অস্ত্র উদ্ধার


রাকিবুল ইসলাম
রায়পুর উপজেলার ৪নং সোনাপুর ইউপির ৬নং ওয়ার্ড রাখালিয়া গ্রামের মিন্নত উল্লাহ পাটোয়ারী বাড়ির এক প্রবাসীর ভিটিতে বাড়ির কাজের জন্য মাটি খননের সময় ১৬ টি রাইফেলের সন্ধান পায় শ্রমিকরা। পরে সেগুলো নির্মাণ শ্রমিকদের সহায়তায় পুলিশ উদ্ধার করে।
বৃহস্পতিবার(১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে প্রবাসী মনোয়ার হোসেনের যায়গা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
দেশীয় অস্ত্রের মধ্যে ১৬ টি রাইফেল রয়েছে। অস্ত্রগুলো মুক্তিযুদ্ধের সময়ের ধারণা করা হচ্ছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘এক প্রবাসীর ভিটিতে বিল্ডিং ঘরের খনন কাজ কাজ করছিল কয়েকজন শ্রমিক। এ সময় মাটি খুঁড়তে গিয়ে তারা মরিচা ধরা কিছু দেশীয় অস্ত্রের সন্ধান পায়। পরবর্তী সময়ে আমরা পরিত্যক্ত অবস্থায় ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করি, ‘অস্ত্রগুলো মুক্তিযুদ্ধের সময়ের ধারণা করছি। আমরা জব্দ তালিকা করে অস্ত্রগুলো রেখে দিয়েছি।’
জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথেই আমি ঘটনাস্থলে এসেছি। অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। এগুলো এখানে কিভাবে এসেছে বা কারা রেখেছেন সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’