লক্ষ্মীপুরের রায়পুরে এমপির প্রোগ্রামে যাওয়াকে কেন্দ্র করে নিহত ১

রাকিবুল ইসলামরাকিবুল ইসলাম
  প্রকাশিত হয়েছেঃ  03:56 PM, 22 February 2023

রাকিবুল ইসলাম

রায়পুরে এমপির প্রোগ্রামে নৌকা দিয়ে যাওয়া’কে কেন্দ্র করে দুইগ্রুপের সংঘর্ষে ১৪ বছরের রাসেল নামে এক কিশোর নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ১২ জন। ঘটনার সাথে জড়িত আওয়ামী লীগ নেতা রাহুলসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামের মিয়ার হাট রাহুল ঘাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্হানীয়দের সূত্রে জানাজায়, মেঘনা নদী থেকে জেগে উঠা খাসজমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামীলীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল রাহুল ও ইউপি সদস্য নজরুল ইসলামের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বুধবার দুপুরে ছৈয়াল বাজারে এমপির প্রোগ্রামে কার লোক নৌকা দিয়ে আগে যাবে এবিষয়’কে কেন্দ্র করে আবারও দুই গ্রুপ সংঘর্ষে জরিয়ে পড়ে। এতে ধারালো চাকুর আঘাতে রাসেল নামে এক কিশোর গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহত রাসেল স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামের ভাতিজা হয় এবং একই এলাকার চর কাচিয়া গ্রামের মনির হোসেন ভুট্টুর ছেলে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মোল্লা বলেন, তার বিরুদ্ধে আগেও হত্যা ধর্ষণসহ অন্তত ১২ টি মামলা চলমান, তার বিরুদ্ধে আমাদের জেলা-উপজেলা নেতাদের অবগত করেছি, দলীয় ব্যবস্থা প্রক্রিয়া দিন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন :