লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের আর্ট স্কুল উদ্বোধন

রাকিবুল ইসলামরাকিবুল ইসলাম
  প্রকাশিত হয়েছেঃ  06:24 PM, 03 February 2023

রায়পুরে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো আর্ট স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে  এ আর্ট স্কুল করা হয়।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমিতে শুভ উদ্বোধন করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অন্‌জন দাশ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভার্ট, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম এবং চট্টগ্রাম একটি বিদ্যালয় চারুকলাম বিভাগের দুইজন শিক্ষক’সহ শিক্ষার্থী ও বিভিন্ন স্কুলের শিক্ষকরা।
রায়পুর উপজেলা প্রশাসন থেকে জানাজায়, উপজেলা নির্বাহী অফিসার অন্‌জন দাশের নিজ উদ্যোগেই এই স্কুল প্রতিষ্ঠিত হয়, আপাতত রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমিতে সপ্তাহে দুইদিন ক্লাস অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন :