লক্ষ্মীপুরে গভীর রাতে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে পৌর নাগরিকদের দুয়ারে পৌর মেয়র।


উত্তরের হিমালয় চেনেনা ধনী-গরিব। নিয়মিত প্রবাহ ঘটছে কনকনে শীতের। তীব্র শীতে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষজন। ঠান্ডা জনিত রোগের অন্যতম কারণ হচ্ছে শীত নিবারনের জন্য উষ্ণ বস্ত্র না থাকা। পুরো দেশেই বিরাজ করছে একই দৃশ্য।
বাস্তবিক এই সমস্যার সমাধানে নিজ এলাকায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রায়পুর পৌরসভার গরিবের বন্ধু খ্যাত পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট।
রাতের বেলায় পৌর এলাকায় প্রকৃত দুস্থ শীতার্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার কম্বল বিতরন করছেন মেয়র।
গত (৩০ জানুয়ারী ২০২২) গভীর রাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেওয়া শীত বস্ত্র শীতার্তদের মাঝে বিতরণ করতে দেখা যায় তাকে।
উপহার পাওয়া কয়েকজন পৌর নাগরিক জানান, আমরা একজন যোগ্য মেয়র পেয়েছি। তিনি শুধু জনপ্রতিনিধি নন বরং আমাদের অভিভাবকও।
শীত নিবারনের জন্য দেওয়া কম্বলের মান সম্পর্কে জানতে চাইলে একজন নাগরিক জানান, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া এই উপহার খুব উষ্ণ।