রায়পুরে ‘মানব কল্যাণ ফোরামের উদ্যোগে দুইদিন ব্যাপি বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত


বৃক্ষ প্রাণে প্রকৃতি প্রতিবেশ,আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ
এই প্রতিপাদ্যকে সামনে রেখে রায়পুর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ ফোরামের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও বিতরণ – ২০২২ সম্পূর্ণ হয়েছে।
এই সময় সংগঠনটি উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ জন শিক্ষার্থীর মাঝে বনজ,ফলজ গাছের চারা বিতরণ করে।
এই সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রাজন হোসাইন বৃক্ষ রোপণের উপকারিতা ও সংগঠন কেন্দ্রিক বিভিন্ন বিষয়ে আলোচনা রাখেন। তিনি বলেন ২০১৬ সাল থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে মানব সেবায় ভূমিকা রাখছেন।
তিনি সবার কাছেই দোয়া চেয়েছেন যাতে তারা মানব সেবায় নিজেদের কে সবসময় রাখতে পারেন। অনুষ্ঠান কেন্দ্রিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা সংগঠনের শুভকামনা ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বেচ্ছায় শ্রম দিয়ে অনুষ্ঠানটি সম্পূর্ণ করতে সহযোগিতা করেছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিফাত এই ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অনান্য সদস্য শান্ত,আলামিন,সিয়াম,মহন,সাকিব,আরাফাত, আজিজ,আব্দুল আল আহাদ সহ আরো অনেকেই।