রায়পুরে নানা আয়োজনের মধ্যে দিয়েই জাতীয় শোক দিবস পালিত

রাকিবুল ইসলামরাকিবুল ইসলাম
  প্রকাশিত হয়েছেঃ  07:25 PM, 15 August 2021

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে রোববার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮ টার সময় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপন কর্মসূচি ও গাছের চারা বিতরণ, যুব উন্নয়ন দপ্তরের আওতায় প্রশিক্ষিত যুবদের মাঝে ঋণ বিতরণ এবং বিশেষ আলোচনা সভার (ভার্চুয়াল) আয়োজন করা হয়।
আলোচনা সভা শেষে
ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে উপজেলা প্রশাসন কর্তৃক পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও, মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
একই ভাবে শোক র‍্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে রায়পুর উপজেলার বিভিন্ন স্থানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সকাল ৯ টার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথমে উপজেলা পরিষদ ক্যাম্পাসে অবস্থিত স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। রায়পুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবরিন চৌধুরী পুষ্পমাল্য অর্পণ করেন। পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধাদের পক্ষে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরীর সভাপতিত্বে দিবসের সকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ, পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, হাজী ইসমাইল হোসেন খোকন, সহকারী কমিশনার (ভূমি) আখতার জাহান সাথী,ভাইস চেয়ারম্যান এডভোকেট, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল, রায়পুর পৌর আওয়ামী লীগের আহবায়ক জামসেদ কবির বাক্কি বিল্লাহ,সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কাউন্সিলরবৃন্দ, ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা।

আপনার মতামত লিখুন :