রায়পুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান


ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। ঈদের আমেজ ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সকল নবীন প্রাণে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদার মধ্য দিয়ে মধ্য প্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ইতোমধ্যেই ঈদুল ফিতর (১৪৪৩ হিজরি) পালিত হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ ও অঞ্চলে বেজে উঠেছে ঈদের ঘনঘটা। ৩০ রমজান ১৪৪৩ হিজরি সন্ধ্যা নাগাদ পবিত্র শাওয়াল মাসে(১৪৪৩ হিজরি) চাঁদ দেখা গেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এম.পি।
এর পরেই লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট বারাকাত বিন জাকারিয়া মারুফ।
তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদের দিনক্ষণ চলে এসেছে। সকল মুসলিম জনসাধারণকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন। ঈদ মোবারক।