রায়পুরে শহিদ ফয়েজের পরিবারকে টিন, খাদ্য ও নগদ অর্থ প্রদান

মেহেদী হাসানমেহেদী হাসান
  প্রকাশিত হয়েছেঃ  02:26 PM, 02 February 2025
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত লক্ষ্মীপুরের রায়পুরের শহীদ ফয়েজের পরিবারেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন, খাদ্য ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান খান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উপহার প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক কর্মকর্তা মঈনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম, পৌর কর্মকর্তা মামুন রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমন ও সাংবাদিক রাকিবুল ইসলাম প্রমুখ।

শহীদ ফয়েজের বাবা আলাউদ্দিন বলেন, আমার ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন, গত কিছুদিন আগে আমার বাড়িতে ইউএনও স্যার গিয়েছিলো, তখন স্যার আমাদের ঘর ভাঙ্গা দেখেছিলো, স্যার আমাদেরকে বলছে আপনাদের যখন যা লাগবে স্যারকে জানানোর জন্য, আজকে সকালে আবার স্যার আমাকে ফোন দিয়ে বলছে উপজেলায় স্যারের সাথে দেখা করতাম, দেখা করার পর আমাকে এখন ঢেউটিন, খাদ্য ও নগদ টাকা দিয়েছে। আমি অনেক খুশি হয়েছি, উনি সব সময় খোঁজ খবর রাখেন।

রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান খান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব সময় তাদের খোঁজ খবর রাখার চেষ্টা করি, তাঁরই ধারাবাহিকতায় আজকে তাদেরকে ১ বান ঢেউটিন, ২ বস্তা চাউলসহ ১ মাসের বাজার ও নগদ অর্থ প্রদান করা হয়। রায়পুর উপজেলা প্রশাসন সব সময় তাদের সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করবে এবং টিসিবি কার্ডসহ অন্যান্য সরকারি সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।

আপনার মতামত লিখুন :