ছাত্রদলের ২৮ নেতাকর্মী নিখোঁজ, গুলিবিদ্ধ ১৭

নাগরিক কন্ঠনাগরিক কন্ঠ
  প্রকাশিত হয়েছেঃ  05:57 PM, 18 June 2021

ময়মনসিংহে জাতীয়তাবাদী ছাত্রদলের বৃহস্পতিবার, জুন ১৮, ২০২১, আলোচনাসভায় পুলিশের বিনা উসকানিতে হামলা ও গুলিবর্ষণে ছাত্রদলের ২০ নেতাকর্মী আহত হন, তাঁদের মধ্যে ১৭ জন গুলিবিদ্ধ হন। সংঘর্ষের পর থেকে ২৮ নেতাকর্মী নিখোঁজ রয়েছেন এবং পুলিশ ২২টি মোটরসাইকেল জব্দ করেছে।

শুক্রবার (১৮/৬/২১) সকালে, ময়মনসিংহ প্রেসক্লাবে উত্তর জেলা বিএনপি ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই দাবি করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, গতকাল শম্ভূগঞ্জ বাজারের চরকালীবাড়ি এলাকায় খোলা মাঠে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের এক আলোচনা সভার আয়োজন করে ছাত্রদল। ময়মনসিংহ মহানগর ছাত্রদল ছাড়াও উত্তর জেলা ছাত্রদল, দক্ষিণ জেলা ছাত্রদল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল, আনন্দ মোহন কলেজ ছাত্রদলের যৌথ অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার একপর্যায়ে পুলিশ বিনা উসকানিতে হামলা ও গুলিবর্ষণ করে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ বলেন, ছাত্রদলের শান্তিপূর্ণ আলোচনা অনুষ্ঠানে পুলিশ বাধা দেয় এবং অতর্কিত হামলা চালায়। লাঠিচার্জ, গুলিবর্ষণ করে অনুষ্ঠান পণ্ড করে দেয় এবং তাদের ১০ নেতা–কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় ২৮টি মোটরসাইকেল তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

মহানগর বিএনপির আহ্বায়ক এ কে এম শফিকুল ইসলাম এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ ঘটনায় পুলিশের মিথ্যা মামলা প্রত্যাহার করে গ্রেপ্তার ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দিতে হবে। পাশাপাশি সরকার ও প্রশাসনকে হামলা, দমন, নিপীড়নের রাজনীতি বন্ধ করে স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান, উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, শেখ আমজাদ আলী, আলমগীর মাহমুদ আলম, রেজাউল করিম, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হান্নান খান, শামীম আজাদ, এ কে এম মাহবুব আলম প্রমুখ।

আপনার মতামত লিখুন :