লক্ষ্মীপুরে ছুটির দিনেও চলছে টিকাদান কর্মসূচি। খুশী টিকা নিতে আগ্রহীরা

রাকিবুল ইসলামরাকিবুল ইসলাম
  প্রকাশিত হয়েছেঃ  04:09 PM, 25 February 2022

করোনা সংক্রমণ রোধ কল্পে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে গণটিকা কার্যক্রম পরিচালনা করছে সরকার। তারই ধারাবাহিকতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চলছে টিকা প্রদান কার্যক্রম।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারী ২০২২) বন্ধের দিনেও চলছে উৎসবমুখর পরিবেশে ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদের অক্লান্ত পরিশ্রমে টিকা দান কর্মসূচি।

গণটিকা কার্যক্রমে কেউ আসছেন প্রথম ডোজ টিকা গ্রহনের জন্য আবার কেউবা আসছেন দ্বিতীয় ডোজ গ্রহনের জন্য। তবে দ্বিতীয় ডোজ ডোজ অপেক্ষা প্রথম ডোজ নিতে আসা মানুষের সংখ্যা তুলনামূলক বেশি।তবে দ্বিতীয় ডোজ নিতে আসা একজন অভিযোগ করে বলেন, আমি প্রথম ডোজ টিকা নিয়েছি গত বছরের ২৩ ডিসেম্বর-দীর্ঘ দু’মাস পর আমাকে দ্বিতীয় ডোজের জন্য ডেকেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন টিকাদান কেন্দ্রে চলছে এই গণটিকা প্রদান কার্যক্রম।

এ বিষয় জানতে চাইলে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা( ভারপ্রাপ্ত) ডাক্তার বাহারুল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচি সফল করার লক্ষ্যে আজকে বন্ধের দিনেও আমাদের সকল ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
আমি রায়পুর বাসি’কে অনুরোধ করবো সবাই যেনো নিকটস্থ কেন্দ্রে টিকা নিতে আসে। তিনি আরো বলেন, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমরা এই গণটিকা কার্যক্রম পরিচালনা করছি।

তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন, আগামী দিনে সরকারী নির্দেশনা অনুযায়ী জনহিতকর যেকোনো লক্ষ্য অর্জনে আমরা কাজ করে যাবো।

আপনার মতামত লিখুন :