লক্ষ্মীপুরের রায়পুরে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোর গ্রেফতার


টাকার প্রলোভন দেখিয়ে যৌন নিপীড়নের অভিযোগে আলাউদ্দিন (১৭) নামক এক কিশোরকে আটক করেছে রায়পুর থানা পুলিশ।
রবিবার (২৭ ফেব্রয়ারি ) ঐ কিশোরকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর শহরের একটি নির্মানাধীন ভবনের ২য় তলায় ১০০ টাকার প্রলোভন দেখিয়ে সেই মেয়েটিকে নিয়ে যায় এবং সেখানে তার বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। এরই মধ্যে পাশ্ববর্তী দোকানদারগণ বিষয়টি টের পেয়ে ঐ ভবনের ছাদে উঠে কিশোরকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোর আলাউদ্দিন ও মেয়েটিকে রায়পুর থানা হেফাজতে নিয়ে যায়। আটককৃত আলাউদ্দিন উপজেলার ৭নং বামনী ইউনিয়নের আমির হোসেনের ছেলে।
এ বিষয় জানতে চাইলে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, সোমবার (২৮ ফেব্রুয়ারি) আটককৃত ঐ কিশোরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।